ভাষার জন্য লড়েছেন যারা জীবন বাজী রেখে,
তাদের জন্য শ্রদ্ধা জানাই বায়ান্ন সাল থেকে।
আজো মোরা যাইনি ভুলে তাদের ত্যাগের কথা,
তাই প্রতি বছরে একুশ এলে জানাই মনের ব্যাথা।
সেই ভাষাতেই বলি কথা রক্ত মাখা টানে,
শান্তি পাউক শহীদের আত্মা হাশরের ময়দানে।
একুশ আমার রক্তে ভেজা মায়ের মুখের ভাষা,
একুশ আমার স্বপ্ন প্রদীপ আলোর মিছিল খাসা।
একুশ এলে বুকে বাজে রাগ রাগিনীর সুর,
একুশ এলে মায়ের কান্না হৃদয় ভেঙে চুর।
তাদের জন্য শ্রদ্ধা জানাই বায়ান্ন সাল থেকে।
আজো মোরা যাইনি ভুলে তাদের ত্যাগের কথা,
তাই প্রতি বছরে একুশ এলে জানাই মনের ব্যাথা।
সেই ভাষাতেই বলি কথা রক্ত মাখা টানে,
শান্তি পাউক শহীদের আত্মা হাশরের ময়দানে।
একুশ আমার রক্তে ভেজা মায়ের মুখের ভাষা,
একুশ আমার স্বপ্ন প্রদীপ আলোর মিছিল খাসা।
একুশ এলে বুকে বাজে রাগ রাগিনীর সুর,
একুশ এলে মায়ের কান্না হৃদয় ভেঙে চুর।
Tags
ছড়া-কবিতা