কলসি কাঁখে গাঁয়ের বধূ জল আনিতে যায়,
খোপায় গাঁথা তাজা ফুলে সুগন্ধি ছড়ায়।
হঠাৎ হাওয়া এসে বধূর চুল করে অগোছালো,
লাজুক মুখের চাহনী তখন দেখতে লাগে ভালো।
কাঁখে ভরা কলস নিয়ে চলে আকে বাঁকে,
সময় গেলো ফুরিয়ে তার গোধূলী বেলা হাঁকে।
ধুলায় লুটায় রঙীন আঁচল আলতা ধোয়ায় জলে,
কেমনে করে লাজুক মুখ ঢাকবে সে আঁচলে।
তাড়া করে বাড়ি যাবে রয়েছে হাজার কাজ,
সময় মতো বাড়ি না গেলে মন্দ বলবে সমাজ।
খোপায় গাঁথা তাজা ফুলে সুগন্ধি ছড়ায়।
হঠাৎ হাওয়া এসে বধূর চুল করে অগোছালো,
লাজুক মুখের চাহনী তখন দেখতে লাগে ভালো।
কাঁখে ভরা কলস নিয়ে চলে আকে বাঁকে,
সময় গেলো ফুরিয়ে তার গোধূলী বেলা হাঁকে।
ধুলায় লুটায় রঙীন আঁচল আলতা ধোয়ায় জলে,
কেমনে করে লাজুক মুখ ঢাকবে সে আঁচলে।
তাড়া করে বাড়ি যাবে রয়েছে হাজার কাজ,
সময় মতো বাড়ি না গেলে মন্দ বলবে সমাজ।