কালের মহীরুহ ছিল যত,
ছিঁড়ে যায় বন্ধন অবিরত।
একে একে বিদায় জানায়,
বিষাদপূর্ণ কানায় কানায়।
যত প্রেম দিয়েছিল ভুবনে,
টানে ইতিরেখা সঙ্গোপনে।
সব তার কেবলই স্মৃতি,
মুছে দিয়ে সব’টা প্রীতি।
হারায় তার শীতল ছায়া,
বদলে যায় পাড়ের কায়া।
প্রখর রোদে করছে দখল,
বিভ্রান্তিময় আসল নকল।
শ্মশান যত উঠছে জেগে,
রক্তের দাগ থাকছে লেগে।
শ্যামল যত নিচ্ছে বিদায়,
খণ্ডন ছাড়া সারছে দায়।
কাঁপছে বুক শুকছে মুখ,
কালগুলি আজ সর্বভুক।
রদবদলের পালাক্রমে,
চলছে দিবস ভ্রমে ভ্রমে।
ছিঁড়ে যায় বন্ধন অবিরত।
একে একে বিদায় জানায়,
বিষাদপূর্ণ কানায় কানায়।
যত প্রেম দিয়েছিল ভুবনে,
টানে ইতিরেখা সঙ্গোপনে।
সব তার কেবলই স্মৃতি,
মুছে দিয়ে সব’টা প্রীতি।
হারায় তার শীতল ছায়া,
বদলে যায় পাড়ের কায়া।
প্রখর রোদে করছে দখল,
বিভ্রান্তিময় আসল নকল।
শ্মশান যত উঠছে জেগে,
রক্তের দাগ থাকছে লেগে।
শ্যামল যত নিচ্ছে বিদায়,
খণ্ডন ছাড়া সারছে দায়।
কাঁপছে বুক শুকছে মুখ,
কালগুলি আজ সর্বভুক।
রদবদলের পালাক্রমে,
চলছে দিবস ভ্রমে ভ্রমে।
Tags
ছড়া-কবিতা