আর কতদূর ভেসে যাবে তরী ঐ ঘূর্ণিঝড়ের বায়ে ?
আর কতকাল শ্বাপদে শিয়ালে পিষে দিবে পায়ে পায়ে।
যত কাল যায় কূল নাহি পায় ভেসে যায় হেলে দুলে,
উত্তাল সাগর যে আভাষ দেয় হবে না ঠাই বুঝি কূলে।
সহোদর বোন তনূদের ভিড়ে ছেলে আজ মেঘের দলে,
জীবন সঙ্গিনী মিতুদের পেয়ে চলে গেল বিদায় বলে।
একাকী ভাসি অতল সাগরে আকাশে কাটেনা মেঘ,
জীবনের আয়ু অন্তিমের পথে বাড়ে তার গতিবেগ।
আশা ভালবাসা যত সর্বনাশা হয়ে গেছে যত ভুল,
চাহি পরিত্রাণ চাহি ক্ষমা-দান চাহি পেতে দেখা কূল।
আর কতকাল শ্বাপদে শিয়ালে পিষে দিবে পায়ে পায়ে।
যত কাল যায় কূল নাহি পায় ভেসে যায় হেলে দুলে,
উত্তাল সাগর যে আভাষ দেয় হবে না ঠাই বুঝি কূলে।
সহোদর বোন তনূদের ভিড়ে ছেলে আজ মেঘের দলে,
জীবন সঙ্গিনী মিতুদের পেয়ে চলে গেল বিদায় বলে।
একাকী ভাসি অতল সাগরে আকাশে কাটেনা মেঘ,
জীবনের আয়ু অন্তিমের পথে বাড়ে তার গতিবেগ।
আশা ভালবাসা যত সর্বনাশা হয়ে গেছে যত ভুল,
চাহি পরিত্রাণ চাহি ক্ষমা-দান চাহি পেতে দেখা কূল।