দুনিয়ার সবাই পাগল

তুমি পাগল আমি পাগল মসজিদের ঐ ঈমাম পাগল,
মন্ত্রী সভার মন্ত্রীরা কেউ আধা ভালো আধা পাগল।
ধনের পাগল জনের পাগল কেউবা আবার মনের পাগল,
নরম পাগল গরম পাগল কেউবা খোদার চরম পাগল।
বসের পাগল রসের পাগল কেউবা আবার ঘুষের পাগল,
নেশার পাগল পেশার পাগল কেউবা শুধু আশার পাগল।
বাঁচার পাগল মরার পাগল কেউবা আবার মারার পাগল,
আসল পাগল নকল পাগল কেউবা বিকল করার পাগল।
দেশের পাগল দশের পাগল কেউবা গদির যশের পাগল,
লোভ লালসার ছলাকলায় কেউবা আবার গরু ছাগল।
পাগল নামের পাগল সে যে সরল পাগল মহা পাগল,
মানুষের এই কারখানাতে এই দুনিয়ার সবাই পাগল।
পাগল | আমির হোসেন

Post a Comment

Previous Post Next Post

Contact Form