গাঁয়ের বধূঁ

গাঁয়ের বধূঁ কি যে মধু রং ছড়ানো অঙ্গে,
সকাল-বিকাল সাঁঝে দেখি কতো ঢঙ্গে।
গাঁয়ের বধূ নয়তো শুধু মধুর এক মা সে,
স্বামীর চোখে স্বপ্ন আঁকে কতো সোহাগ ভাসে।
গাঁয়ের বধূঁ জানে যাদু মিষ্টি করে হাসে,
তাঁর ছোঁয়াতে পায়ে পায়ে হাসেঁ সবুজ ঘাসে।
গাঁয়ের বধূঁ যেন বিধু মায়া মমতায় ভরা মুখ,
তাঁর মুখেরই মায়াডোরে যায় কেটে যায় দুঃখ।
গাঁয়ের বধূঁ বসে নায়ে করে জল খেলা,
মাঝি তাকায় তাহার পানে নিজেই চলে ভেলা।
গাঁয়ের বধূঁ চলে একা মেঠো পথটা ধরে,
তাঁর প্রিয় যে অপেক্ষাতে দারুন জ্বালায় মরে।
গাঁয়ের বধূর মিষ্টি কথা ভোলায় পাগল মন,
তাঁরই ভাবনা বুকে চড়ে করে কেমন কেমন।
গাঁয়ের বধূঁ যেমন গুনে তেমন তাহার রূপ,
তাঁরই মাঝে পাই যে খুঁজে প্রকৃতির স্বরূপ।
 গাঁয়ের বধূঁ | আমির হোসেন

Post a Comment

Previous Post Next Post

Contact Form