ছেলেবেলায় মা বাবার শাসন

ছেলেবেলায় শাসন

ছেলেবেলার দিনগুলিতে আমাদের সবচেয়ে অপছন্দ যে বিষয়টি হয়, নিঃসন্দেহে তা হল সবকিছুতে মা বাবার শাসন। এটা করবে না, এখানে যাবে না, সেটা খাবে না, ওখানে হাত দেবেনা- এই প্রকার শাসন বাক্যগুলি ছেলেবেলায় মা বাবার কাছ থেকে শোনেনি এমন মানুষ পাওয়া দুষ্কর। ছেলেবেলার দিনগুলিতে মনে হয় কখন বড় হব, আর রেহাই পাব মা-বাবার এই সকল শাসন বাক্য থেকে।

কিন্তু বড় হবার পর বুঝতে পারি, প্রকৃতপক্ষে এই সকল শাসন বাক্য ছিল আমাদের প্রতি মা-বাবার অগাধ ভালবাসার অস্ফুট প্রকাশ। তখন মনে হয় কেন আর সেই আগের মতো করে মা-বাবা আমাদের শাসন করে না! কেন আর বিধি-নিষেধ আরোপ করে না আমাদের দৈনন্দিন জীবনচর্যার বিশৃঙ্খলায়!

Post a Comment

Previous Post Next Post

Contact Form