ধনীর ঘরে জন্ম যার
পাইয়াছে লোভ লালসার দোর,
সেই মানবী কিভাবে বুঝিবে?
গরীব মানুষের কদর।
বিলাস বহুল জীবন গড়ে
তুলেছে উজ্জ্বল শ্বেত বর্ণ,
সেই মানবী কিভাবে বুঝিবে?
কালো মানুষের মর্ম।
যাহার শরীল কলঙ্কিত হয়
নকশীকাথার রেশমি কাপড়,
সেই মানবী কি পরিধান করিবে?
দূর্গন্ধযুক্ত চেরা চাদর।
স্বর্ণের চুড়ি হাতে যাহার
পায়নি কখনো কষ্টের ছোয়া,
সেই মানবী কি সহ্য করিতে পারবে?
রান্না ঘরের কালো ধোঁয়া।
যাহার মুখে লেগে আছে
পোলাও কোর্মার স্বাদ,
সেই মানবী কি খাইতে পারিবে?
গরিবের পান্থা ভাত।