কার কড়িতে লেখাপড়া
থাকা খাওয়া দাদা?
বুঝিনারে আমি অধম
এক বেসরকারি গাধা।
গাধার পিঠে চড়ে যাচ্ছে
এক নামজাদা লোকে,
পথচারী সবাই তাকে
সালাম আদাব ঠোকে।
এসব দেখে ভাবল গাধা
তাকেই সালাম করে,
গর্ব করে বুক ফুলিয়ে
দাঁড়ায় পথের পরে।
সওয়ারী টের পেয়ে যায়
বেত মারে পিঠ ভরে,
পিটন খেয়ে বেকুব গাধা
চিন্তা করে মরে।
থাকা খাওয়া দাদা?
বুঝিনারে আমি অধম
এক বেসরকারি গাধা।
গাধার পিঠে চড়ে যাচ্ছে
এক নামজাদা লোকে,
পথচারী সবাই তাকে
সালাম আদাব ঠোকে।
এসব দেখে ভাবল গাধা
তাকেই সালাম করে,
গর্ব করে বুক ফুলিয়ে
দাঁড়ায় পথের পরে।
সওয়ারী টের পেয়ে যায়
বেত মারে পিঠ ভরে,
পিটন খেয়ে বেকুব গাধা
চিন্তা করে মরে।
Tags
ছড়া-কবিতা