চাল চোরে লুট করে কেউ কথা কয় না,
গিলে খায় কত কিছু চোর সে যে হয় না।
মহাজনে চুরি করে যদি ধরা খায় সে,
নুন খেয়ে গুণ গেয়ে মুক্তিও পায় যে।
আম হাতে জাম বলে অদ্ভুত বচনা,
কানে কানে কথা হয় প্রেম হয় রচনা।
চাল চোরা গান গায় এমপির বাড়িতে,
তেল চোরা ওঠে বসে মন্ত্রীর গাড়িতে।
ডাল চোর ঘরে থাকে কথা কয় নিরবে,
গম চোরা কাছে এসে বলে ও'রে কি হবে।
জুয়া খেলে জুয়াচোরে করে নানা ফন্দি,
নিজ ঘরে চুরি করে তাও কত সন্ধি।
চোরে চোরে ভরে গেছে আমাদের দেশটা,
ভালো নেই আজ কেহ ভালো নেই রেশটা।
চুরি নিয়ে এত কথা আজ কেন চলছে?
কোথা থেকে হলো শুরু কেউ কি তা বলছে?
দল পেলে বল নিয়ে কাড়াকাড়ি আহা রে,
ভালো কভু হয় না সে টাকা নিয়ে যে হারে।
ধোঁকা খেয়ে বোকা হয়ে থাকে যারা দৈনিক,
ঝরে ঘাম নাই দাম নীড় হারা সৈনিক।
হরিলুট হরদম চলছে তো চলবে,
পুঁজি দিয়ে রুজি খুঁজে তবে কেনো টলবে?
হুশ ছাড়া ফুসফাস করে বলো লাভ কি?
দুধ ছাড়া খালি হাঁড়ি তবে কি'গো হয় ঘি?
চুরি করা আজ নেশা হয়ে গেছে স্বভাবে,
চুরি করা দোষ নয় যদি করে অভাবে।
ডাল চোরা ভাই ডাকে চাল চোরা সঙ্গী,
ভোট চোরা মাথা ঢাকে রোজ করে ভঙ্গি।
মিছে কেনো অভিযোগ জনগণ তুলছে?
নিজ দোষে চোর পুষে বদনাম ঝুলছে।
অপনীতি অপরাধ মুখ বুঝে সইছে,
দিন শেষে এই দেশে চোর সবে হইছে।
চোর ধর চোর ধর কে যেনো তা কয় যে,
গদি থাকে নিরবধি চোর নাহি হয় সে।
গেছো চোর মেছো চোর নাম নেই আইনে,
বামে যদি চুরি হয় চোখ যায় ডাইনে।
রাজ ধন চুরি হলে কোন কিছু হয় না,
ঢিলেঢালা পায়জামা পড়ে থাকে গয়না।
রাগ করে বলে রানী ঘর হলো শূন্য,
জুতা চোর সুতা চোর ধরে করে পূণ্য।
গিলে খায় কত কিছু চোর সে যে হয় না।
মহাজনে চুরি করে যদি ধরা খায় সে,
নুন খেয়ে গুণ গেয়ে মুক্তিও পায় যে।
আম হাতে জাম বলে অদ্ভুত বচনা,
কানে কানে কথা হয় প্রেম হয় রচনা।
চাল চোরা গান গায় এমপির বাড়িতে,
তেল চোরা ওঠে বসে মন্ত্রীর গাড়িতে।
ডাল চোর ঘরে থাকে কথা কয় নিরবে,
গম চোরা কাছে এসে বলে ও'রে কি হবে।
জুয়া খেলে জুয়াচোরে করে নানা ফন্দি,
নিজ ঘরে চুরি করে তাও কত সন্ধি।
চোরে চোরে ভরে গেছে আমাদের দেশটা,
ভালো নেই আজ কেহ ভালো নেই রেশটা।
চুরি নিয়ে এত কথা আজ কেন চলছে?
কোথা থেকে হলো শুরু কেউ কি তা বলছে?
দল পেলে বল নিয়ে কাড়াকাড়ি আহা রে,
ভালো কভু হয় না সে টাকা নিয়ে যে হারে।
ধোঁকা খেয়ে বোকা হয়ে থাকে যারা দৈনিক,
ঝরে ঘাম নাই দাম নীড় হারা সৈনিক।
হরিলুট হরদম চলছে তো চলবে,
পুঁজি দিয়ে রুজি খুঁজে তবে কেনো টলবে?
হুশ ছাড়া ফুসফাস করে বলো লাভ কি?
দুধ ছাড়া খালি হাঁড়ি তবে কি'গো হয় ঘি?
চুরি করা আজ নেশা হয়ে গেছে স্বভাবে,
চুরি করা দোষ নয় যদি করে অভাবে।
ডাল চোরা ভাই ডাকে চাল চোরা সঙ্গী,
ভোট চোরা মাথা ঢাকে রোজ করে ভঙ্গি।
মিছে কেনো অভিযোগ জনগণ তুলছে?
নিজ দোষে চোর পুষে বদনাম ঝুলছে।
অপনীতি অপরাধ মুখ বুঝে সইছে,
দিন শেষে এই দেশে চোর সবে হইছে।
চোর ধর চোর ধর কে যেনো তা কয় যে,
গদি থাকে নিরবধি চোর নাহি হয় সে।
গেছো চোর মেছো চোর নাম নেই আইনে,
বামে যদি চুরি হয় চোখ যায় ডাইনে।
রাজ ধন চুরি হলে কোন কিছু হয় না,
ঢিলেঢালা পায়জামা পড়ে থাকে গয়না।
রাগ করে বলে রানী ঘর হলো শূন্য,
জুতা চোর সুতা চোর ধরে করে পূণ্য।
Tags
ছড়া-কবিতা