পাপাচারে ডুবে থাকি
আরাধনা শুধু ফাঁকি
মন্দকে ঢেকে রাখি
স্বভাবের দাস,
চলে যেতে হবে তবু
ভাবিনি তা আমি কভু
স্মরিনি তোমাকে প্রভু
জিন্দা এ লাশ।
নফসের অনুকুলে
দ্বীন দুনিয়াকে ভুলে
কাটিয়েছি দোলে দোলে
সারা দিনমান,
নিশিদিন ক্রমে ক্রমে
এতো পাপ গেছে জমে
পড়ে আছি ধাঁধাঁ ভ্রমে
এই ইনসান।
আরাধনা শুধু ফাঁকি
মন্দকে ঢেকে রাখি
স্বভাবের দাস,
চলে যেতে হবে তবু
ভাবিনি তা আমি কভু
স্মরিনি তোমাকে প্রভু
জিন্দা এ লাশ।
নফসের অনুকুলে
দ্বীন দুনিয়াকে ভুলে
কাটিয়েছি দোলে দোলে
সারা দিনমান,
নিশিদিন ক্রমে ক্রমে
এতো পাপ গেছে জমে
পড়ে আছি ধাঁধাঁ ভ্রমে
এই ইনসান।
Tags
ছড়া-কবিতা