দেশ আমার মাতৃভূমি

সবুজ শ্যামল বাংলাদেশ আমার জন্মভূমি, দেশ আমার, মাটি আমার, এই দেশ আমার মাতৃভূমি। এই দেশেতে জন্ম আমার, বাঙ্গালী আমি বাংলা ভাষী। কৃষি প্রধান দেশে কৃষি, মাঠি ও প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করে বেঁচে থাকাই আমাদের ইতিহাস। আমাদের রক্তে চাপা আগুন বিদ্রোহের বিপক্ষে অবস্থান। চিরকাল নিরবে জ্বলে জ্বলে ছাই হয়। শস্য ও মাটি নিয়ে আমাদের সময় কাটে, আমরা ভ্রুণকে লালন করি। ফলবতী বৃক্ষের গোড়ায় জল ঢেলে খুলে রাখি ভালোবাসা ক্ষেত্র সর্বজনীন। আমরা মাটিকে ভালোবাসি, মাটি আমাদের প্রাণ। এ মাটিতে নেই খাদ। আমাদের রক্ত এ মাটির ফসল। মাটি দিয়েই গড়া এ জীবন, মাটিই শিকড়ের ঠিকানা। মাটিতেই জীবনের সবকিছু আছে লুকিয়ে আছে। খুঁজে বের করা আমাদের কাজ। আমরা কৃষক তাই শিকড়ের টানে একাত্ম হয়ে আছি জীবন যুদ্ধে, সদা মাটিরই সাথে। এটাইতো আমাদের অহংকার। 
কৃষি প্রধান দেশে কৃষি, মাঠি ও প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করে বেঁচে থাকাই আমাদের ইতিহাস | আমির হোসেন
এগুলো আমাদের জীবনের এক চরমতম সত্য। সেই সত্যকে আমরা কোনদিন অস্বীকার করতে পারবো না। এই মাটিতেই আমাদের জন্ম আবার এই মাটিতেই আমাদের একদিন বিলিন হতে হবে। আমাদের অতীতকে আমরা কখনও মুছে ফেলতে পারবো না। গ্রামের মাটিতে একদিন যেমন আমাদের জন্ম হয়েছিল, ঠিক তেমনি এই মাটিতে আমাদের পদচারণাও যেন মিশে আছে সর্বত্র। মাটি ও মানুষ এই বাংলাদেশ, শব্দগুলো একসূত্রে গাঁথা।

Post a Comment

Previous Post Next Post

Contact Form